আরোগ্যহীন মনঃতাপে
- তানজির উদ্দিন

সারাদিবসের ক্লান্তি এবং অন্তরের অভিমানগুলো
কষ্টকর সময়ের সওয়ারী হয়ে মরুদেশী পলাতকরা
চলছে আজীবনের ক্লান্তি অভিমান নিয়ে তেষ্টাপুরাবার অভিপ্রায়ে
ওদের ম্লান হয় জীবনের সূর্যসম
জ্বলে হেথায় অনাদিকালের এক দুর্বোধ্য চিতা ।

রহস্যময় তাহারাই যারা ফিরে আসে মরুদেশে
তেষ্টার বুক ঘায়েল করে চলে উষ্ট্রের পীঠে করে
সময়ের অস্থিরতা জানেনা কবে কখন কোথায়
বিশ্রামের শিয়রে এক নিদারুণ উর্ণাভজালে আটকে আছে ।
শুধু দায়বদ্ধ থাকে নান্দনিক উপস্থাপনার তরে ভাসায়
এ কূল ও কূল কাগজে কলমের খতিয়ানে রেখে যায় । যায়
কষ্টার্জিত একেকটি বয়ান সময়ের জবানে ।
ঘুরে এসে দূর সাহারা মরুদেশ নেমে আসে
উষ্ট্রের যাযাবরের দেশ তাহাকেই বলে হয়তো
নিদারুণ গোলকধাঁধায় মরিচিকায় ঘোরায়
চরকার মতো দ্বিধা দ্বন্দের পরিসমাপ্তি একখানে ।
সময়ের তরে বন্দোবস্ত করে জীবনের অঙ্গীকার
কালের কিতাব খুলে প্রত্যেহ আওড়ায় সূত্রাবলি
নর এবং নরকের সহাবস্থানে থেকে যায় প্রশান্তে
তবু না মেলে প্রশান্তি এবং না মেলে আরোগ্য ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।