আসলে তা কিন্তু নয়
- রফিকুল ইসলাম রফিক
তুই সত্য বলিস, সৎপথে কর্ম করিস সামন্য পাওনায়
সকলকে কাছে ডাকিস -ভালোবাসিস আপন মহিমায়
তোর বন্ধুরা হাসে- পাগলের পাগলামী দেখে
একান্ত আপনজন- সেও বোঝে না তোরে, কাঁটা ঘায়ে লবণ ছিটায়
ভুল বুঝে কাঁদে আর- তোরেও কাঁদায়
শূন্য দূরত্বে থেকেও সে- বহু দূরে রয়
কারণ- কিছুই দিতে পারিসনি তারে মনের মতোন
সময়ের মানুষগুলো যেইভাবে চায়
প্রতিকূলে জীবনের অথৈ সাগরে আর কত নাও বেয়ে যাবি!
নিজেকে ভাসাতে পারিসনি বলে সময়ের স্রোতে মিথ্যা বাহানায়
একা একা আনমনে কাঁদিস আর নিজেকে ভাবিস শ্রেষ্ঠ অসহায়
আর চলে নারে- মন তোর জ্বলন্ত হৃদয়।
আসলে তা কিন্তু নয়।
চন্দ্র-সূর্য যদি সঠিক হয়- গাছের সবুজ পাতা
নদীর বয়ে চলা- পাখীদের গান
এই রাত কেটে যাবে গভীর আঁধার
তোর মুখে চুমু খাবে সকালের সোনা মাখারোদ
সময়ের বৈরি হাওয়া একদিন মিশে- যাবেই যাবে আকাশের শূন্যে
সাগরের জল ছোঁয়া দখিনা বাতাস জুড়াবে তোর দগ্ধ হৃদয়।
মনে হচ্ছে -তুই একাই আজ বড্ড বেমামান
জীবনের শিরিষ ঘরে সময়ের কাছে
হলো বুঝি সব শেষ- চরম পরাজয়
আসলে তা কিন্তু নয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।