গোধূলীতে এসো
- শাহ্ আলম শেখ শান্ত - "হুমায়রা হিমি"

কোন এক পড়ন্ত বৈকালে
কিংবা দোয়েল ডাকা সকালে
ঘুরে ঘুরে পৃথিবীর গোলক ধাধায়
চিস্তাপাড়ে ফাগুনের গোধুলী সন্ধ্যায় ।

পাখিরা শুভ্র গগনে ডানা মেলে
ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে
এক মুঠো আয়েশের তরে
আপন ঘরে যায় ফিরে ।

ভুলে যদি হয় কভু দেখা
শত বছর পর
অঞ্চলে ঢেকোনা বদনখানী
রেখোনা হৃদয়ে ডর ;
নেই কোন দাবি নেই আশ
সুখের সাগরে ভাস বার মাস ।

আজও কি পূর্ণিমা চাঁদ দেখ
ভরা জোত্‍স্নায়
নিশীথ রাতে বাঁশির সুর
সে কি শোনায় ?
এখনও গোধুলীতে এলো কেশে
হাট কি গাঙপাড়ে
খোপায় পড়ে শাপলা কমল
কণ্ঠে বকুল পুষ্পহারে ?
কবিতা কি শোন মাথা
রেখে তার বুকে
উষ্ণ চুম দাও দাও কি
কপোল ঠোঁটে মুখে ?

তুমি যা চায় তাই যেন পাও
হৃদয় নদী ভরে
এ জীবন কেটে যাবে কেবলি
দুঃখের চাষ করে ।
একটি মাত্র চাওয়া কভু মনে হলে
কোন এক গোধুলীতে এসো চলে ;
দু'জনে আনমনে সূর্য্য ডুবা দেখব
পুরনো স্মৃতিগুলো আবীর রঙ্গে লেখব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।