প্রতিক্ষার বীজ বুনছি
- শাহ্ আলম শেখ শান্ত - " হুমায়রা হিমি "
আজো বড় সাধ জাগে মনে
কত কথা হবে মুঠো ফোনে ;
ব্যক্ত করব যত সুখ-দুঃখ বচন
কথার সাগরে হাবুডুবু খাব দু'জন ।
নিদ্রা-তন্দ্রা আসবেনা চোখে
ক্লান্তির লেশ রবেনা মুখে ;
বক্ষে সেই বড় আশেআশে
দু'টি ফোন রাখি দু'কর্ণ পাশে ।
তীব্র প্রতিক্ষায় কেটেছে দ্বাদশ বছর
এখনও কাটে বুকে সেই বাসা বেঁধে ফি প্রহর ;
আমার নম্বর তোমার মুখস্ত
এক দুই তিন চার গণনার মত ।
যা মানুষ কখনই ভুলে যায়না
তোমার নম্বর আমার অজানা ;
নিশি কাটে এই বুঝি ফোন এলো ভেবে
জানিনা কবে কখন তুমি কল দেবে ?
তবুও
বুকে বিশ্বাস বলে শ্বাস-প্রশ্বাস
তুমি
ফোন করবে পাই দীঘল আশ্বাস ।
এখনও পরেনিতো সেই প্রীতির ভাটা
তোমার স্মৃতি নিয়ে তাজা বুকের পাটা ;
নিদ্রা জাগরণে তোমার পদধ্বনি শুনছি
হৃদয়ে বারংবার প্রতিক্ষার বীজ বুনছি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।