পাওনা
- শাহ্ আলম শেখ শান্ত - " হুমায়রা হিমি "
তুমিতো একদিন আমার তরে পাগল ছিলে
ঠিক বলছিনা ? অস্বীকারের আছে কী অবকাশ ?
তোমার বক্ষে কেবলি আমার বাস
দু'দেহের এক প্রাণ তুমিই বলেছিলে ।
তোমারে হেয় করতে নয় , একটু মনে পড়েছে
স্বল্পকাল কেন ছিলে হতভাগার ?
সহায় সম্পদ ঢের ছিলনা অর্থকড়ি
ছিল নাকো অভিজাত্যের প্রভাব ;
দু'পয়সা জোগাতে অক্ষম দিবা-নিশি ভরি
পরিবারে সদা হা-হাকার কত অভাব ।
নয় রম্য ,পাতলা গড়ন দেহ আমার ।
তুমি বলে ছিলে আমার আছে একটি অভিরাম হিয়া
নেই প্রতিহিংসা লোভ লালসা ;
শান্তিনীড় গড়বে তা দিয়া
আজ নিষ্ফল জুটল সীমাহীন হতাশা ।
তুমি যে দোষি সেকথা কবনা ।
পাবকের উত্তাল কল্লোলে ভাসছি কষ্ট অর্নবে
যত হাসি সুখ শান্তি করেছ হরণ ;
ভাবিনি আমায় অসার দেহ করে সুদূরে যাবে
না বাসলে ভাল ,হতোনা হৃদয়ের রক্ত ক্ষরণ ।
তুমি দিলে খাঁটি প্রেমের পাওনা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।