তোমার নাম
- শাহ্ আলম শেখ শান্ত - " হুমায়রা হিমি "
সুন্দর জগতে সদা শুনি কত নাম
আসলেই নামের দেখিনাতো কোন দাম;
নামহীন কিছুই পাবে নাকো তুমি
মোর যে প্রিয় নাম হুমায়রা হিমি ।
শিরিন লাইলি বনলতা পার্বতী কত রজকিনী
সবি নাম চিরতাপত্রময় , হিমি নাম যেন চিনি ;
কত খ্যাত-বিখ্যাত নাম লিখিত ইতিহাসপত্রে
তোমার নাম অমুছিত খুদিত এ হৃদয় নেত্রে ।
প্রতি শ্বাসে পাই তার ঘ্রাণ
শুঁকিলেই সতেজ হয় প্রাণ ।
হৃদয় ক্ষেতে একটি বীজ বপন হয়
সেতো মোর হুমায়রা হিমি অন্য কেহ নয় ;
হিমি নামটি লাগে বড় সুধা
দূর করে দেয় আত্মার ক্ষুধা ।
অন্য নামে নেই কেন আকষর্ণ ?
সর্বাঙ্গে শুধু তারেই আবরণ ;
জানি , এ নাম ইতিহাসে ঠাঁই পাবেনা
ভাষ্কর্য কিংবা চিত্র অংকিত হবেনা ।
আমিতো নজরুল নই কিংবা সেক্সপিয়র
লিখে যাব হৃদয় রক্তে জোত্স্নার ভেতর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।