মনে পড়ছে
- শাহ্ আলম শেখ শান্ত - " হুমায়রা হিমি "

আজ কেন জানি তোমাকে বেজায় মনে পড়ছে
একটি পলক দেখতে মন ব্যাকুল হয়েছে
কোন লাভ নেই , কোথা যে ঠিকানা ?
কেমন আছ তুমি ? তাও জানিনা ।

খেচর হলে ডানায় করে ভর
উড়ে উড়ে যেতাম তোমার ঘর ;
পরন্ত বৈকালে ক্লান্ত দেহে পৌছিব
ক্ষুধা তৃষ্ণা মিটবে যখন তোমায় দেখব ।
কিন্তু চিনিনা তোমার ঘর
এতটুকু জানি থাকো যশোর ।

দেখার কত সাধ আঁখিনীরে চিত্ত গভীরে
অপূর্ণ যাতনার আর্তনাদে লুটোলুটি করে ;
নিঃতেজ নিথর হয়ে পড়ে থাকে অসার দেহ
যাঞ্চা করি ব্যগ্র চিত্তে খবর দেবে কেহ ।

মেঘেরে শুধাই , দেখেছ কি হিমিকে ?
বিজলী বেগে ছুটে চলে নির্বাকে
হাওয়ারে শুধাই , জান কী ভাই খবর ?
উষ্ণ কণ্ঠে কইলো , সে কী ভৃত্য মোর ?
দেখার মোহে ছুটছি উত্তপ্ত মরু প্রান্তরে
এক পলক দেখার সাধ আশ চেপে অন্তরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।