তোমার ইচ্ছে
- মাহাবুব আলম
আমি তোমারে বেসেছি ভালো
তাই তুমি আমারে কাঁদিয়ে যাও,
অনন্তকাল;সঙ্গোপনে ।
আমার রক্তে বিষ ঢেলে দাও
আমার মস্তিষ্ক ক্ষত-বিক্ষত করে
তোমার ফাগুন আরও উচ্ছাসি করে তোলো ।
তোমার অনঙ্গ আগুনে
আমায় দগ্ধ কর বারে বার ।
তুমি যা চাও, সব নিয়ে
আমায় শূন্য কর যত পার তত!
তোমার বাকরুদ্ধ হাসির ঝলসানিতে
আমায় আবারো দাহ কর;
ছাই করো,যত পার তত!
মন যত চায় তত ভরে নাও,
শুধু তোমার কামনার পাএখানি ।
আমি তোমার মাঝেই নিঃশ্ব হবো!
কত নীরব হয়ে নিজেই নিজেকে জ্বালাই
এবার তোমার পালা;আমি ক্লান্ত
তুমি নিঃস্ব করে যাও আমারে
আমি তোমার প্লাবনে শেষ হয়ে যাবো
আজ দুজনে ধ্বংসের খেলায়,
আপনারে যাবো বিদ্ধস্ত করি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।