ফুলের মতো ফুল নেই আমার
- মুহাম্মাদ শরিফ হোসাইন
তিন আঙুলে ধরেছি গোলাপ,দু'আঙুলে সিগারেট
সিগারেট কিনেছি আমি,আমিই ফুলের বাহক।
ফুল নিয়ে হাতে- শরম যা পেয়েছি দীলে
একটুও শরম লাগেনি কভু ফুসফুসে।
অথচ গোলাপ আমার কষ্টে লোহিত
অথচ সিগারেট আমার টানেই লাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।