শেষ পাওয়া
- মাহাবুব আলম - বর্ষা নূপুর

বিঁধুর অন্ধকার, গুম-গুম-গুম
আমার প্রাণের উঠোনে নূপুরের শব্দ
পেয়ালা ছাড়িয়ে;
উষ্ণ ভূমিকে আখড়ে ধরে আমি ।
আমার জোঁনাকি গুলো....
ওরা বড়ই বেমানান,
কতো করে বলেছি ফিরে যাও আলো নিয়ে
আলেয়াকে রপ্ত করেছি আমি,
আর সে আমাকে!
রিনিঝিনি...এখনো সেই শব্দ
ওফ্! বন্ধ করো....বন্ধ করো
আমার ফুসফুস ছিড়ে নিচ্ছে
আর কতো মিথ্যে সংগীতে আমায় জাগিয়ে রাখ
সে আসবে না...তার সঞ্চারিতে
সুরের সাঁজ সবটুকু এসে থমকে আছে ।
বাঁধ ভাঙ্গা উল্লাসে
সে আজ বিমুগ্ধ,আস্টেপৃষ্ঠে বেধেছে তাকে ।
---*---*---*---*---
টক...টক...টক... একি!
একি অনাকাঙ্খিত আলো,
একি বিশ্বমোহীনির অনুপ্রবেশ!
কালো রাতে তুমি?
আমার শেষ প্রচ্ছদে,
আবারও,দু-চোখে দেখি
প্রাণের সন্ন্যাসিনীর আগমনে
আমার রজনী ঊষার আলোয়
উন্মোচিত হলো....।
ওগো এলে তুমি....!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।