মৃত্যু
- আবু নাছের জুয়েল

আবারো একটি অপমৃত্যু,
আবারো জীবন থেকে বিদায়,
আবারো ক্লান্তিতে মুগ্ধতায় অনীহা,
আবারো পথভুলের মৃত্যু যন্ত্রনা৷
,,,,,,,
আর কত কাঁদবো আমি,
আর কত কাঁদাবো আমি,
ওই যে মৃত্যুর হাতছানি,
ওই যে ওইখানে বিদায়ের রাহাজানি৷
,,,,,,,,
আমি জানি জগৎ বড় এক রুখে,
আমি জানি থাকবোনা আর এখানে,
আমি জানি বয়স মোর আর বাড়বে না,
হয়তো এটাই সবচেয়ে বড় যন্ত্রনা৷৷
,,,,,,
আমি চলে যাচ্ছি,
হে মহাকাল গ্রহন কৱ মোৱে,
বিদায় মোৱ সুজন শএুরা
বিদায় মোর অতৃপ্ত ভালোবাসা তোমারে,
হে মহাকাল গ্রহন কর মোরে৷৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।