কখন কি হবে
- মুহাম্মাদ শরিফ হোসাইন

এই শীতে কারো বই আসে
কেও বিয়ে করে।
আমি যা করছিঃ
আমার দিন-রাত্রি এখনও
একটি ফোল্ডার (ড্রাফটে) বন্ধী।

এই শীতে কেও দু'হাত ভরে কামায়
পরনির্ভরতা কমায়,
আমিও পারতাম।
যৌবনে না হলে কিছু,কখন কি হবে?
তবুও সময় চলে যায় (ঘুচিয়ে নেয়ার) এক ফোল্ডারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ১৭:৩০ মিঃ

fine kobita @ nice