আগুন পাখি
- মাহাবুব আলম

দুরন্ত বালকের অকৃএিম সাধনা
ছুটবে সে সূদুরের পথে,
ছুটবে সে ছুটবেই ।
কোনো রাক্ষুসী মরুর বুক ছিড়ে
ছুটবে সে ছুটবেই ।
তার রক্তে টগবগ করে কৈশরের
না-থামা নিঃশ্বাসের প্রতিধ্বনি,
এগিয়ে যায় মৃত্যুঞ্জয়ের সাধে ।
সকল প্রার্থনা তাহার সবল সঙ্গী,
সজীব আর প্রাণবন্ত এক বালক ।
শক্তিধর সমুদ্রের ঢেউ যার
হৃদ স্পন্দনকে তরান্বিত করে ।
এগিয়ে চলে ঝর বায়ুকে নশ্বাৎ করে
চলে দিন-রাত,বিরামহীন ।
অলৌকিক তার কর্মসাধনা!
বিদ্বান সে ছড়ায়ে চলেছে
আপন আলোর সাক্ষী ।
দেশ থেকে দেশান্তরে,অবলিলায়
তার সফল তরীর জয় জয়কার ।
মধুর সুরে তার অমল হৃদয়
পৃথিবীর কাছে চির চেনা সংগীত ।
সে ছুটছেই......
তবু ছিড়ছেই,
যত বিকল বাধন,সকল শোষন ।
যেনো প্রাণের সকাসে,জয়ের তালে
ছুটবে সে ছুটছেই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।