কি করে সে কথা বলব সখী
- অরুণ কারফা

কি করে সে কথা বলব সখী

যখন তোমায় প্রথম দেখি

ফুল ফুটেছিল কদম্ব ডালে

ও কিছু তারি ঝরে গিয়ে পরে

ভরিয়ে দিয়েছিল তলে তলে।



বচসা হল প্রথম সাক্ষাতে

আমার ফুলেতে ভাগ বসাতে

পিছু হটলেম যারই জেরে

সেই থেকে তোমার প্রতিভার

কাছে হেরে গেছি পিছিয়ে প’রে।



তুমি বাড়াতেই প্রথম হাত

ভেবেছিলেম হল বাজীমাত

নিতেও যে পার ফিরিয়ে তুমি

তারে অনায়াসে টেনে সহাস্যে

সেকথা ভেবে দেখিনি তো আমি।



বুঝলাম যারে পাইনি কষ্টে

জড়িয়ে ধরলেও আষ্টেপৃষ্টে

বেড়িয়ে আসেনা খোলস ছেড়ে

তাই তারি সাথ মিলিয়ে হাত

তুলতে নেই যে বসত গড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।