দিন ও গান
- তানজির উদ্দিন - রঙ্গ কানন
আরো কতদিন বাকী -
কাটিবে এই ঘোর সময়
জীবনের করুন সময় ,
হইবে অপচয় , অপচয় ।
দিনান্তে মহাক্লান্তির শেষ গাঁথায় করিনু অপচয় ।
আজো , নিশ্চিন্তে থাকি -
মহাজীবনের সুর হাঁকি
মোর কণ্ঠে সে হাঁক চাপি
আজ , দেখিনু সেই দিন
সময়ান্তে করে চলে হাহাকার হাহাকার বাজায় বীণ
বিরহ দিনের ক্লান্তির বীণে আর নাহি সময় নাহি সময় ।
বিস্মৃতির দিনক্ষণ আসিতেছে নির্বিঘ্নে এই বিরহ লগ্নে
পৌঢ়ত্বের দিন , এই মোর দেহ জুড়িয়া আসে নির্বিঘ্নে
ওগো পৌঢ়মাতা তব আকিঞ্চণ করিয়া রাখ মোরে
অচলন দিনের বিমুখ গীতির সুর হানিয়া সেই দিনের তরে ।
এই দিনের ক্লান্তি
অর নাহি মিটায় শ্রান্তি
দিনান্তের মহা বিক্ষিপ্ত
শান্ত দিন হইয়াছে ক্ষিপ্ত
এই ঝড়ো বেগে দেয় হানি
ছাড়িয়া যায় মহা শান্তির দেশে লয়ে মোর বাণী অচল জীবন ঘানি ।
নিশ্চিন্তের সময় শেষ
এই রব এই জানাশোনা
প্রভাত রবির মতন শেষে
মিলিবে , দিবে হানা ।
জনমের তরে হীন বেশে
আজ কাটিয়া যাক বেলা নিশ্চিন্তের আবেগে কথামালায় ।
হতাশ দিনের পৌঢ়ত্ব জেঁকে বসে জীবনে
হয়ে আসে বিরক্তিকর দিনের মহাব্যস্ততায়
এক দিনের তরে টানিয়া জীবনে এনে
কোথায় কোথায় সেই দিন যায় ত্রস্ততায় ।
বিবর্ণ হইলে আজ সেই পত্ররাজি বৃক্ষে
পবন হারাইলে তাহারি গতি শূন্য বৃক্ষে
বৃক্ষহারা এই জীবন ভোলা ক্লান্তির
সে গান ,শুনি গান । হায় শুনি দূরে গান ।
একী উন্মাদী জীবন এই বয়ে চলে
বেসুরো ধারায় বয়ে চলেছে অবহেলে
অধিক কাল স্মরণে থাকি এই দিনে
আরো কতদূর রাখিনু স্বপন বুনে
এই গানে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।