কী দুঃসহ অন্তিম !
- তানজির উদ্দিন - বসন্তে বাবাই বাজে ভৈরবী ২০-০৪-২০২৪

এমনিই কী পৌষের ডাক
সহসা দূর থেকে অন্তিমের চিত্কারের মতো
শীর্ণ জলাঞ্জলিতে পূর্ণ করে ফেরে অলৌকিক রূপ
তব বিষণ্ন অধিকারে এখন কি শিশির জমে ?
পাতায় পাতায় ঘাসে ফুলে কুঞ্চিত রাতের শেষে
শুকতারা , নতুবা পুনরায় দিন এবং রাত্রিদের
পৌষের সেরা বিমুগ্ধতা চেয়ে পটের ছবির মতন
কী রিক্ত কী শূন্য কী বিমোহন অভিলাসে
পাতারা হারিয়ে যায়, চিত্রল দিঘীর জল শুকিয়ে
মাঘের বিবাদ ঘুছিয়ে ফেলে শীঘ্রই নেমে আসা
অশৌচ এখনো নির্বিবাদে পাখা খসা জোনাকের মতো
নতুবা চেয়ে থাকা আলোর বিম্বে বিম্বে
কতকটা দীর্ঘ হলে প্রণয় - রজনী আততায়ী হয়ে পড়ে
যাপিতকালের মলিন পাতায় পাতায় জীর্ণতা ঝেরে
পানকৌড়ির মতো -
লৌকিক গভীর জলে
প্রাগৌতিহাসিক মিলন ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।