বাসি কথা
- শাওন সারথি

ওহে, কুশুমতি কি নামে তোমারে ডাকি?
একদিন তোমার নাম দিয়াছিলাম
রাধালতা, বকুল অথবা বনমালতি!
সেইসব এখন শুধুই বাসি কথা
পুরাতন ভালবাসাবাসি,
সবকিছু আজ বন জলে ভাসা
স্মৃতি বিস্মৃতির মাখামাখি।
এখন আর কিছুই দেখি না
কোন আলেয়ায় আর স্বপ্ন আঁকি না
হতাশার মায়াজালে আশা রাখিনা।
শুধুই খুঁজে ফিরি
একটা নিখাদ মুখ সবুজ কুমারী!
যারে আমি চিনিতাম
সন্ধ্যায় আকাশের তারায় আনমনে আঁকিতাম
ভালবেসে যারে ডাকিতাম
রাধালতা, বকুল অথবা বনমালতি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২২-০১-২০১৫ ১৮:৫২ মিঃ

এইডা কি কইলেন আকাশ ভাই?????
২৭ বছর অপেক্ষায় আছি.........

২২-০১-২০১৫ ০৭:১৭ মিঃ

nice

২০-০১-২০১৫ ১৯:৩৬ মিঃ

মালতি রা শুধু শোভা বিলিয়ে যায়...
ধরতে গেলে পালায়