কলি কয় অলি তোর সময়
- অরুণ কারফা

কলি কয় অলি তোর সময়
ঘোর মধ্যাহ্ণেই কেবলি হয়
আমি যে অপেক্ষায় আছি ঠায়
যখন থেকে হয় সূর্যোদয়।

অলি বলে তাহলে বলি কলি
কৃষ্ণ খেলেছিল যৌবনে হোলি
সকাল তোর জন্মকাল হলে
এই তো সবে যৌবনে এলি।

আর কিসের এত তাড়াহুড়ো
জীবনটা তো নয় কম বড়
নিজেরে ধীরে বিকশিত করে
তবে শিরে পড় অলংকারও।

তবেই তো বসলে মজলিশ
সাঁঝে পাবে বাইজি বকশিশ
আর পাবে সুরা তার মত্ততা
বাঁশরিতে ঠোঁট দিলেই শিস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।