অঙ্কুরোদগম
- রফিকুল ইসলাম রফিক

হে ভাষা শহীদ-বাংলার দরদী সন্তান তোদের অসংখ্য সালাম
রঞ্জিত রাজপথ,ছোপ ছোপ দাগ,তরতাজা রক্ত- রক্তের নদী
হায়েনার উল্লাস, মনে আছে এ’জাতির আজো ভোলে নাই।
দিয়ে তোদের অমূল্য জীবনের দাম
এ’জাতির- মন ও মননে- অন্তর জমিনে
প্রথম পুঁতলি তোরা
স্বাধিকার চেতনার তরতাজা আনকোরা বীজ।
সেই থেকে এই- এ’জাতি কক্ষনো মানে নাই
পরাধীন শৃঙ্খল- তাক করা দানবের হিংসার নল
বেড়ে গেছে দিনে দিনে তার মনোবল
বায়ান্ন,উনসত্তর এরপর সর্বশেষ একাত্তরে
বিশ্ব কী দেখে নাই বাংলার স্বরূপ জাতীয় ধারা?
সেতো তোদের দেয়া আত্মিক উপহার
দরদী হাতের ছোঁয়ায় রোপিত বীজের প্রথম অঙ্কুরোদগম
বাংলার স্বাধিকার চেতনা
অসংখ্য প্রাণের মূল্যে প্রাপ্ত জাতির প্রার্থিত সকাল
সেতো তোদের দেয়া আত্মিক উপহার
এ’জাতির- মন ও মননে-অন্তর জমিনে
প্রথম পুঁতলি তোরা
স্বাধিকার চেতনার তরতাজা আনকোরা বীজ।
হে ভাষা শহীদ-বাংলার দরদী সন্তান তোদের অসংখ্য সালাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।