কনসুল
- মুহাম্মাদ শরিফ হোসাইন

এই ধনিয়া পাতা আছে,আছে কাঁচা মরিচ..
এই ধনিয়া পাতা রাখবেন..রাখবেন কাঁচা মরিচ?

মাইনসের পোলাপাইন দেহি রে
দেহি তো কি সুন্দর নিজের চলা নিজে চলে-
বাপ-মা রে চালায়,ছোড ভাইরেও মানুষ করে
আল্লাহ্‌ মানুষ করো,তুমি যেন মানুষ করো ওরে।

যা ভাবছিস ঠিক করছিস
যা হবার হবে,পুষিয়ে নিবি শেষ দু'-এক বছরে।
বিখ্যাত হতে গেলে,এমন ডেকে যেতে হয়
এমন সয়ে যেতে হয়
এমন আষ্টে-পিষ্টে অভাবের সাথে বসত করতে হয়।

তবেই নেপোলিয়নের একজন বিখ্যাত মায়ের জন্ম হয়
এভাবেই হয়তো একজন কনসুল নেপোলিয়ন জন্ম লয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।