পরিচয়
- শাওন সারথি
এই চিৎকার আমার
এই শ্লোগান আমাদের।
আমাদের প্রানের সাথে হৃদয়ের একান্তে
উচ্চারিত শব্দের তীক্ষ্ণতাই
আমাদের প্রেরণার মন্ত্র।
কারন আমরা জানি অধিকার আদায়ের ভাষায়
কি করে রক্তের সাথে রক্তের মিল হয়?
কি করে বেদনার সাথে বেদনার মিল হয়?
তোমরা যারা সঙ্গিন উচিয়ে আছো
ক্ষুধার্ত রাইফেল তাক করে রেখেছ
আমাদের তামাটে বুকের পরে।
কেউ আমাদের ফেরাতে পারেনি
লাঠিচার্জ বুলেট এমনকি বেয়নেটও!
আমাদের ঈশ্বর জানে
আমাদের ক্ষুধা আমাদের মগজের কোষে কোষে,
আমাদের শূন্য পাকস্থলী নিংড়ানো রসেই
আমাদের ঘাম ঝরে।
দেখো, বুকের আদ্র ঘাম কি করে
লোমের ডগায় ঝলমল করে?
তাই এই মিছিল আমাদের
এই মানুষ আমরা।
আমাদের এই উদ্ধত বাহুই আমাদের অস্ত্র,
আমাদের এই মুখনিঃসৃত স্লোগানই
আমাদের একেকটা গ্রেনেড!
সবুজের সাথে রক্তের লাল মিশে গেলেও
আমরা তা তুলতে জানি
মধ্যবর্তী বৃত্তের আদলে!
আমরা তিতুমিরের বাসেরকেল্লা থেকে এসেছি
পলাশীর সৈনিক
আমরাই একাত্তরের যোদ্ধা।
তাই এই শ্লোগান আমাদের
মিছিলের এই মানুষ আমরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।