হোক না অবসান
- রফিকুল ইসলাম রফিক

সুযোগ বুঝে আমার দেশে- মেধা গেছে চুরি
ভুল শব্দে শূন্যস্থান পূরণ ভূরি ভুরি
লাখো জীবন দিয়ে কেনা তাইতো আমার দেশ
নিষ্প্রাণ এক যন্ত্র যেনো- বুঝলি অনিমেষ!
যন্ত্র কী আর অতো জানে কমান্ড বোঝে শুধু
আদেশ পেলে করতে পারে মরুভূমি ধু ধু ।
এমনি দেশে জন্ম নিলাম কপাল পোড়া তাই
নিজের মায়ের মাথা খেয়ে ভাইকে মারে ভাই
ধারাবাহিক ভাবেই আজো চলছেরে সেই ধারা
সবাই নাকি ভালো মানুষ তবে খারাপ কারা?
রাজনীতির ঐ ঘাড়ে চড়ে মানুষ হলো ভাগ
কী আর করা- ইচ্ছামতো লাগরে পিছে লাগ।
এখন আমি তখন তুমি যার যখনে জোর
ডলাডলির চলছে খেলা মরছি আপামোর।
আর সহে না এমন জ্বালা দাপাদাপি বাহার
থামা তোদের নিঠুর খেলা পারছি নারে আর।
মিলেমিশে ভাগ করেনে জানের দেয়া দান
ভাইয়ে ভাইয়ে হানাহানির হোক না অবসান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।