নিঃস্বার্থ তুমি
- মাহাবুব আলম
তোমায় হারিয়েছি আমি
কোন্ আঁধারের বাসরে,
কোন্ সে গভীর অরণ্যে
রাক্ষুসী সাগরের তন্দ্রাহীন ঢেউয়ের মাঝে,
নাকি ধ্বংস বয়ে আনা
তাড়নার নিষ্কন্ঠক বাতাসে!
কোন্ সে কালের রুদ্ধ নিবাসে
আমার সাঁজানো আলোহীন আকাশে!
আমি হারিয়েছি
হারিয়েছি তোমায়,
আমার অবাধ্য তারুণ্য ভরা
যৌবনের ক্ষুধার রাজ্যে ।
তোমায় বুঝিনি আমি;কখনোই
আমার প্রাণের সায়রে তুমি
শুধু তুমি দিয়েছো আপন মহিমা ঢেলে,
শান্ত করেছো সকল নর-নিঃশ্বাসের
অশ্লীল বাধ ভাঙ্গা উল্লাস ।
আমার জলসা আনন্দময় করে
ধ্যর্তহীন ভাবে শ্রাদ্ধ করেছো,
তোমার সকল নৈতিকতার ।
শুধু আমারে দিয়েছো তুমি তোমায়!
আজও দিয়ে গেলে,আগে যা দিয়েছো
তারও বেশি...অনেক বেশি,
তোমার পবিএ নিঃশ্বাস!
যার আকাশে তোমার রেখে যাওয়া চিহ্ন গুলো
বোবা হয়ে আমায় বলে যাচ্ছে,
আমি আজ নিঃস্ব!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।