প্রথম কথা
- শাওন সারথি - প্রথম কথা

নব প্রস্ফুটিত কলি
আজি উঠিয়াছিল বলি
হে মোর সখা,
পেয়েছিল তোমার দেখা।
তখনি জাগিয়াছিল রবির কর
এই প্রাণের পর,
উচ্ছারিত বাসনায়
যেন প্রাণের আবেগে মিশিয়া যায়।
হে মোর সখা
পেয়েছিল তোমার দেখা
কেবল তোমারি প্রতীক্ষায়।
যখনি দেখিয়াছিনু সন্ধ্যা তারায়,
একা একা কুলে নাহি গায়
নাহি খুঁজিয়া পায়
কোন অন্তরও ভাষায়।
হে মোর সখা
পেয়েছিল তোমার দেখা
কেবল তোমারি কামনায়।
বসন্তের নূতন হাওয়ায় ছোটে,
শ্রাবণের নূতন ধারায় ফোটে,
মেতে উঠে নূতন রঙের খেলায়।
হে মোর সখা
পেয়েছিল তোমার দেখা
কেবল তোমারি অপেক্ষায়।
তীরে তীরে জাগে নূতন ঢেউ,
আজি অন্য কেউ
নিঃশব্দে জাগিয়া রয়
অন্য কোন ভাবনায়।
হে মোর সখা
পেয়েছিল তোমার দেখা
কেবল তোমারি তন্দ্রায়।
আজি কথা কয়
ব্যাপ্ত সময়
অনাহুত সুরে সুরে
এই প্রকৃতি ঘুরে ঘুরে
তোমারি তরে পাঠায়।
হে মোর সখা
পেয়েছিল তোমার দেখা
কেবল তোমারি ঠিকানায়।

.....................শাওন সারথি২.৯৬৫’.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।