কার আগমে
- ইউসুফ হাফিজ
কে এলোরে মা আমিনার
কোল ধরে ঐ মক্কায়
কে এলোরে বসুমতির
নেয় ও নীতি রক্ষায়,
কার আগমে শা-বুলবুলি
উঠলো গাহি গান
কার আগমে নারী পেলো
জগদ্বহায় প্রাণ,
কার আগমে পূজারী সব
কাঁপিছে থরথর
কার আগমে জালিম ঋষির
ভিত্তি নড়বড়,
কার আগমে ভুবনমাতার
বক্ষে নূরের বাতি
কার আগমে মোরা আজি
সর্বশ্রেষ্ঠ জাতী,
সে যে মোদের আর কেহ নন
নবী আহাম্মদ
সকাল-বিকাল জপি যাকে
নূরী মোহাম্মদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।