একুশ এলো
- ইউসুফ হাফিজ

একুশ এলো মাতৃভাষায়
রক্তঝরা প্রাণে
একুশ এলো গীতিমালায়
বাংলা গাওয়া গানে
একুশ এলো বইয়ের পাতায়
ছন্দ-ছড়া হয়ে
একুশ এলো বায়ান্নরই
সৃতি স্বরন লয়ে
একুশ এলো কাব্যগাথায়
কবির লেখা ছন্দে
একুশ এলো ফাগুনেতে
দুঃখ ঝরা গন্ধে
একুশ এলো শহীদ হওয়া
ভাইয়ের কথা ভাবায়
একুশ এলো বঙ্গমাতার
অগ্নিঝরা লাভায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।