বরষায়
- শাওন সারথি - প্রথম কথা
আজি ঝর ঝর করি
বহিছে ঝরিয়া।
আপনারে লয়ে
এই অঙ্গে জুড়িয়া।
যেতে যেতে পথে
নাহি পানে চায়,
শ্রাবণে শ্রাবণে আজি
এই বরষায়।
মেঘে মেঘে আজি
করিছে খেলা,
আজি সারাক্ষণ
সারা বেলা।
আপনারে চাহিতে
আজি মেঘের দুয়ারে,
উত্তাল তরঙ্গে
আজি জলের জোয়ারে,
ভাসিয়া নেয়
গুঁজিয়া দেয়,
শ্রাবণের এই বেলায়।
আজি বরষার এই খেলায়।
অলস দুপুরের নির্জনতা ভেঙ্গে
জাগিয়া উঠে মেঘ তরঙ্গে
কল কল্লোলের কথা মালায়।
আজি গগন ঘন
প্রিয়তম তপসায়,
এই শ্যাম বরষায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।