ডাস্টবিনওয়ালা
- শাওন সারথি

যারা ভালবাসতে জানে না
কিংবা ভালবাসতে পারে না
তারাই পরে থাক পিছনের ঐ নষ্ট ডাস্টবিনে।
আমার ভালোবাসা থাকবে
যে পাখিটা একটু আগে তার নীড় ছাড়িয়াছে
সদ্য ফুটন্ত ককটেলের শব্দে।
যে বাদুর আর আসবেনা বলেই
চিৎকার করতে করতে এই শহর ছেড়েছে
সীসা যুক্ত এই আর্তনাদ মাখা হাওয়ায় ভেসে।
যারা মানুষের নগ্ন মৃত্যু দ্যাখে আর
উল্লাস করে মৃত লাশের উপর
তারাই পরে থাক পিছনের ঐ নষ্ট ডাস্টবিনে।
ঝলসানো তাজা মাংসের ঘ্রাণ আসে নাসারন্দ্রে
আর্তনাদ করে উঠে একঝাঁক জোনাকি।
আমি কম্পিত হই ভয়াবহতায়
পৈশাচিক উন্মাদনার চূড়ান্ত ফলাফল দেখি
তাদের চোখে মুখে
এমনকি ঝলসানো মাংসের কোষে কোষে!
ডাস্টবিনের ময়লার ভাগাড়ে হানা দেই
তেলাপোকা, ইদুর, টিকটিকি এমনকি কুকুরও
সব তছনছ করে খাবারের জন্যে।
আর আমি শূন্য হৃদয় নিংড়িয়ে সমস্ত ঘৃণা ঢেলে দেই
বিবেকহীন অনির্বাচিত সেই ডাস্টবিনওয়ালাদের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।