আমি তো আমার মতোন
- রফিকুল ইসলাম রফিক

ভালবাসার আপন চাকায় চলে
প্রেমিকের মন
সূর্য বলে- আমি তো আমার মতোন।
রূপ ছিলো আকাশে চুপ ছিলো নদী
আকাশ মাটিতে- নেমে আসে যদি।
আকাশের ভালবাসা পায়ে ঠেলে পাহাড়ের মন
সূর্যকে কাছে পেতে হয়ে গেলো আবেগ প্রবণ
সূর্য বলে – আমি তো আমার মতোন।
সেই থেকে পাহাড়ের কান্নার শুরু
নদীর- প্রাণ দুরু দুরু।
মনে হয় প্রিয়তম নীলাকাশ তার
মিশে আছে সাগরের নীলে।
বয়ে চলে নদী -বুকে নিয়ে
বেদনার কান্নার জল
সাগর বলে -আয় কাছে আয়
হতাশ নদী - ধূসর আকাশে তাকায়।
ভালবাসার আপন চাকায় চলে
প্রেমিকের মন
সূর্য বলে- আমি তো আমার মতোন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।