আমি আয়না হবো
- আমানত উল্লাহ সোহান

_আয়নাতে তাকিয়ে রোজ তুমি কি দেখো?
_চোখ দেখি;নাক দেখি;লাল রাঙা ঠোঁট দেখি আর শুধু মিছে মিছে কথামালা ভেবে হাসি।
_আড়ি আড়ি তোমা সাথে শত আড়ি
_কেন!
_আমি যদি,চোখ দিয়ে চোখ গিলি
ঠোঁট দিয়ে ছুঁতে চাই ঠোঁট
তবে কেনো_ তুমি হও এঁটে যাওয়া শামুকের শক্ত প্রাচীর ।
_তাই বুঝি!...সে তো বোবা আরশি ।যার দেহে রোজ তাড়াহুরো করেনা দলাদলা নিষিদ্ধ মাতাল হরমোন।
_ছাই!ছাই!সব ছাই!
পরের জম্মে আমি আয়না হবো
তখন দেখবো_তোমার তোমাকে কি করে লুকাও


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।