হরতাল চাই
- আমানত উল্লাহ সোহান
হরতাল ,হরতাল চাই শুধু হরতাল
মিছিলেই যাবো মোরা ঠিক করো স্বর-তাল
অফিসের বন্ধতে
আরামের ছন্দতে
নেই কোন ঝামেলার প্যাঁচাপেচি ,
এটা নয় ওটা করো
ওটা নয় এটা ধরো
নেই রোজ বসের তো চ্যাঁচামেচি ।
হরতাল ,হরতাল চাই শুধু হরতাল
মিছিলেই যাবো মোরা ঠিক করো স্বর-তাল
এতো ক্ষণ কোথা ছিলে
কার কাছে আজ গেলে
বউ আজ বলেনাতো পট্ করে,
ক্লাস ফাঁকি দেই বলে
কিংবা সে লেট হলে
কেউ পিঠে মারেনা তো চট্ করে ।
হরতাল ,হরতাল চাই শুধু হরতাল
মিছিলেই যাবো মোরা ঠিক করো স্বর-তাল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।