মশার মিছিল
- আমানত উল্লাহ সোহান

মশা সব করে শুধু গুন গুন সঙ্গীত,

মিছিলেই যাবে তারা মুর্খ্য কি পন্ডিত ।

মানুষের রক্ততে কেমিক্যাল গন্ধ,

তাই নাকি মশাদের খানা-দানা বন্ধ ।

কানা মশা যেই নাকি খেয়েছিলো রক্ত,

মরে গিয়ে হলো সেই একদম শক্ত ।

গামা মশা খেয়ে-দেয়ে ছিলো নাকি শান্ত,

কিছুক্ষণ পরে হায়!মরে গেলো জ্যান্ত ।

কেউ হলো রাতকানা কেউ গেলো চেপে,

তাই তারা গেলো আজ একেবারে ক্ষেপে ।

মিছিলেই যাবে তারা ফুটাবেতো পট্ কা,

যাতে খুলে মানুষের বিবেকের খটকা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।