ঢাকা শহর নোংরা শহর
- আমানত উল্লাহ সোহান

ঢাকা শহর নোংরা শহর ,নোংরা শহর ঢাকা

কিলবিলিয়ে চলছে মানুষ চলছে গাড়ীর চাকা 

শব্দ দুষন বায়ু দুষন পাইযে কোথায় ফূর্তি?

এই শহরের মাইনকা চিপায় আমজনতা মূর্তি ।


যানযটে যান যাচ্ছে যেনো মরার মতো দশা

ভরাট খালে ঝুঁকির ভবন  বুকে মারে ঘষা 

খবারে বিষ পানিতে বিষ হইছি উচাটনরে

কোথায় আছে কোথায় আছে খুঁজরে প্রশাসনরে ।


কিন্তু ,নিরব প্রশাসন হায়! পাড়ছে বসে ডিম্ রে 

মানুষ হয়ে আজ যে তারা হাট্টিমাটিম টিম্ রে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।