পদ নিয়ে মারামারি
- আমানত উল্লাহ সোহান
পদ নিয়ে মারামারি আহা!কি যে কান্ড,
কারো ভাগে কম পরে কারো খালি ভান্ড ।
উঁচু পদে উঠে গেলে খাবে সব লুটে,
একজনের ভূড়ি যেনো কাল হয়ে ফুটে ।
যতো খাবে লুটে-ফুটে ফাঁস হলে__তক্ক,
মিডিয়ার মুখে সাজে, হাজী পরি-পক্ক ।
পদ পেলে চাঁদাবাজি পকেটের স্বাস্থ্য,
বক্তৃতা দিতে দিতে ব্যথা হয় হস্ত ।
তাই দেখি মারামারি পদ নিয়ে বাড়ে,
ঝোঁপ বুজে কোঁপ মেরে পদ তাই কাড়ে ।
পদে পদে সুখ খোঁজে জনতাই বন্ধী,
এটাই কি তোমাদের বিবেকের ফন্দি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।