রশিদ হারুন
পোড়া বুকের ছাই শহরে উড়ে, আমি কানামাছি, মন খারাপের গুজব দেওয়াল জুড়ে, তবুও বেঁচে আছি। ডাকপিয়নের মতো ঠিকানা খুঁজি, দমবন্ধ দিন, তুমি নিরূদ্দেশ!আমার বেঁচে থাকা খুব কি কঠিন?
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রশিদ হারুন ৫১৭টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রশিদ হারুন ৫১৭টি কবিতা প্রকাশ করেছেন।