নারী
- রুদ্র - সমাচার ১৯-০৪-২০২৪

"নারী" নারী সে তো ভোগের বস্তু নয় তবে কেন রেখেছ বল বিধি তার দেহে ভোগের পূর্নছবি কেমনে বলি তারে পূর্নের দেবী কখনো কখনো সে তো কামনার উলঙ্গ ছবি কতো কবি কতো ভাবে একেছে তারে যে যেমন করে দেখেছে তারে কখনো সে অনন্তময়ী স্বর্গের আভা কখনো সে যৌনতার কাঙ্গালিনী ভিখারীনী বিভা কখনো সে রক্তমাতাল পাতালবাসিনী কখনো সে হৃদয়মাঝের সুপ্তমনহরিনি কখনো সে পূর্নকাব্য একটি নতুন ইতিহাস কখনো সে ব্যাথা জর্জর বিরহী কবির পরিহাস

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।