ভালোবাসা থেকেও বেশি কিছু
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন ২৪-০৪-২০২৪

তুমি ভালোবাসতে জানো না বলো,
কিন্তু ঠিকই আমায় ভালোবেসে চলছো।
তুমি ভালোবাসতে জানো না বলো,
কিন্তু ঠিকই বারবার ভালোবাসি বলে চলছো।

তোমার শত কাজের মাঝে সামান্য বিরতিতে-
আমায় শুধু ভাবছো।
তোমার হৃদয়ের ছোট্ট খোপের ছোট্ট স্বপ্নে,
বারবার আমাকেই ভেবে চলছো।

শত কষ্ট, ব্যথা-বেদনার দিনগুলিতে
আমাকেই পাশে চাইছো।
আমার হাতটি শক্ত করে ধরে,
খুব ভরসা পেতে চাইছো।

তোমার জীবনের বাকিটুকু পথ,
আমাকে নিয়ে সাজাচ্ছো।
আমার হাতেই নিজেকে সপে দিয়ে,
আমার মাঝেই নিজেকে গুটাচ্ছো।

আমার উপরই নিজের ভয়ভীতি সব,
উজাড় করে দিচ্ছো।
পুরোপুরি নিজেকে আমার করে দিয়ে,
সুখের ঠিকানা খুঁজে নিচ্ছো।

আমি আজ আর তোমার ভালোবাসা চাইনা,
ভালোবাসা থেকেও বেশি যে কিছু পেয়েছি।
আমি আজ আর তোমার ভালোবাসা চাইনা,
ভালোবাসার গন্ডি পেরিয়ে ঐ নীল আকাশকে যে পেয়ে গেছি।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।