রক্তিম
- রুদ্র - সমাচার ২৭-০৪-২০২৪

তুমি রক্ত জবা জানি তো তুমি পুজারীর বলি কিন্তুু তোমাকে আমার চাই ওই রক্ত জবার মাঝে আমি দেখেছি আমার মানসী ওই ভুরু ভঙ্গিমার মাঝে আমি দেখেছি বিশ্বচরাচরের প্রতিটি উপমা ওই ললাট ওই চিবুক আমাকে টেনেছে আজো টানছে জানি টানবে অমৃত্যু ভেতর থেকে আওয়াজ পাই তেমাকেই আমার চাই

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।