খোকাদের কীর্তি
- সুদীপ্ত সরকার ২৫-০৪-২০২৪

খোকারা গেলো দলে-বলে চাষ করতে মাঠে ৷
মাঠে গিয়ে দেখে কাদা,ফিরল নদীর ঘাটে ৷
নদীর ঘাটে ছিল একটা মস্ত বড় মাছ ৷
খোকারা সব দৌড়ে বলে আরে ! সর্বনাশ ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।