জোয়ার ভাটার খেলা
- সুদীপ্ত সরকার ১৯-০৪-২০২৪

জোয়ার-ভাটার নিত্য খেলায় নদী জলে দুলে ৷
দেখে যেন মনে হয় উঠল রেগে ফুলে ৷
ক্ষণিকের এই খেলার ছলে নদী ক্লান্ত হয় ৷
তবুও সে এমন খেলা বুকের মাঝে সয় ৷
চন্দ্র-সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ার-ভাটা ৷
তাইতো নদী পারে নাকো করতে অভিযোগটা ৷
যতদিন রইবে বেঁচে সইতে হবে তাঁকে ৷
শান্তি পায় যখন মাতৃ নদী বলে ডাকে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।