সভ্যতা ও বধূ
- সুদীপ তন্তুবায় (নীল) ২৮-০৩-২০২৪

সভ্যতা যেন ওপাড়ার বধূ, জল নিয়ে যায় কাঁখে
প্রতিনিয়তই এপাড়ায় ফোটা, পলাশের খোঁজ রাখে ।
স্বামীর বিছানা করে অবহেলা, বধূর কি দোষ বলো ?
তাই অসুখী বধূর জীবনকে মন, সভ্যতা নাম দিলো ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।