নগ্ন
- রুদ্র - সমাচার

সিস্টেম এর রন্ধে রন্ধে বিষ;
মনু পিষে নিশপিশ;
সভ্যতার চাকা ঘুরে,
শিক্ষার যাতাকলে;
মানুষ দাস আজো ;
অতীতে কি রাজা ছিল;
জৈনক পাপীর মনভিলাস--" """
সপ্তমে চড়িয়া আমি আসিনু এই ঘাটে;
প্রতিনিধি নিন্মের আমি ;
তাদেরই দিব বাটে;
বিধাতা আছে তিনি অদৃশ্য ;
দৃশ্য বিধাতা টাকা ;
অর্থের পুজারী মানব:
দানবে আসিয়া ঠেকে;
ওই দালানের পাপীরাও আজ,
দেবতা বনিয়া গেছে;
যাতাকলে পড়িয়া যায় এই ভাবনায় পাছে!!!
আর্দশ সে তো পুথি বাধা বুলি;
আর্দশ আজ বন্দুকের গুলি;
রাজপথ লালে লাল;
সিস্টেম তুমি বাল তুমি বাল তুমি বাল;
রবে চিরকাল মহাকাল!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।