মহা নবমী
- উত্তম চক্রবর্তী ২০-০৪-২০২৪

আজকে পূজোর চতুর্থ দিন
তিথি নবমীতে,
সকাল বেলায় পূজোরাম্ভ
পরে পুষ্পাঞ্জলিতে।

পূজো শেষে প্রসাদ প্রদান
সকল ভক্তজনে,
রাতে আছে সন্ধিপূজো
শুভ সন্ধিক্ষণে।

আরতির আজ পালা বদল
হবে জনে জনে,
নৃত্য হবে মায়ের গানে
প্রতিযোগীর পণে।

সকল জনে দেখবে পূজো
আসবে দলে দলে,
সাজসজ্জার আনন্দ আজ
করবে কৌতুহলে।

মায়ের কাছে সবার চাওয়া
ভালো যেন থাকে,
আসছে বছর হবে আবার
মায়ের মহান কৃপাতে।

তাং - ২৭/০৯/১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।