শেষ প্রশ্নেই অষ্টবাক্য
- সুদীপ তন্তুবায় (নীল) ২০-০৪-২০২৪

বৃষ্টি এলেই ভাবতে বড়ো ইচ্ছে করে
সাত সমুদ্র থাকত যদি আমার ঘরে,
নিতাম খুঁজে ওরাই কেন রক্ত মাখে
কান্না কেন ওদের চোখে বাসর গড়ে ?


রাতের কাছে হৃদয় আমার প্রশ্ন করে
রাত্রি কেন এক পৃথিবীর হৃদয় জুড়ে ?
স্বজন পোড়া মাংস মুখে ওরাই কেন
সমাজটাকে বাঁচিয়ে শুধু চিতায় পোড়ে ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।