ব্লু হোয়েল vs ব্ল্যাক হোল
- সুদীপ তন্তুবায় (নীল) ২৫-০৪-২০২৪

(১)


নদী যদি ঘুমুতে চায়, তাকে ঘুমুতে দাও
শতাব্দীর সবিতা বলেছে-
বাষ্পায়নের শয্যায় অভিশপ্ত হয়েছে ঈশ্বরের যৌবাঙ্ক !


প্রতিনিয়ত বিষ গিলে গিলে
নীল হয়ে আসে ওজোনের যৌবন,
সবিতার জরায়ূ হারিয়ে গেছে -
মহাজাগতিক নার্সিংহোমের
কোনো নির্জন সংকলনের বারান্দায়,
সবিতা সংগম চায়, ঈশ্বর মুখ লুকায় !


নীল তিমিরের গর্তে -
পুড়ে পুড়ে যায় পৃথিবী নামের ছেলেটা ...


(২)


ল্যামবার্ট যদি গলে গলে যায়
ধরে নাও- মহাদেশের বুকে লজ্জা আছে ।
সময়ের বলিরেখা মুখে নিয়ে হেঁটে চলে ঈশ্বর ...
আসক্তির মাদুর বিছিয়ে
হিমোগ্লোবিনের স্বাদ চেয়ে বসে -
স্তন্যপায়ী তিমির বয়ঃসন্ধিকাল !


উপক্রমনিকার আপেল হাতে এবার ফেরার পালা
চলো সভ্যতার বুকে সাজিয়ে দিই গুপ্ত গেমের গর্ভকেশর !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।