নষ্টবীজ
- রুদ্র - সমাচার ২৪-০৪-২০২৪

ওষ্ঠে আগুন পোহাই মানবী, ফুসফুসে নিকটিন, নিউরনে জীবন্ত তুমি; চলমান দুরবিন ; ধমনীতে আজো রিনরিনে ব্যথা ; চলমান তুমি জীবন্ত কথা।। ওরা বলে শুয়েছে সে অন্য প্রেমিকের তলে; আমি বলি নষ্টজন্ম একেই বলে।। জন্মই যখন অজন্ম পাপ; তবে তুমি অভিশাপ।। নষ্টবীজ আর নষ্টনীড় ; ভালো লাগে পৃথিবীর।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।