উর্বশী
- রুদ্র - সমাচার ২৫-০৪-২০২৪

উর্বশী,

তোমার মুখচন্দ্রে মহাবিশ্ব রুপ একখানা তিল!

ভাবছি মনটা বুঝি নাটোরের চলনবিল।

ও মনের বিলে করবো আমি টেংরা পুটির চাষ!!

সৌন্দর্য্যে বিমোহিত হওয়াই কবির কাজ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।