ওরা কারা
- Srabon Ahmed - কবিতাগুচ্ছ ২০-০৪-২০২৪

চুরি করে সাধু সাজে,
টাকা থাকে ভুরি মাঝে,
লোভ লালসা নিত্য জাগে,
টাকা কম পড়লে ভাগে,
ঝামেলা করে যারা,
ওরা কারা?

মেয়ে মানুষকে দেখে,
জানোয়ারের রং মেখে,
গায়ে হাত বুলাতে চায়,
লজ্জা শরম কিছু নাই,
সতীত্ব নেয় যারা,
ওরা কারা?

ধোঁকা দিয়ে লুটে জমি,
হয় জমির ভূস্বামী,
গরীবদের পায়ে পিষে,
ক্ষতি আবার হয় কিসে,
মোক্তার হয় যারা,
ওরা কারা?

অন্যায়কে মেনে নিতে,
দোষ ভার ঘারে দিতে,
সরলকে বোকা বানায়,
মিথ্যে কথা সদ্য জানায়,
আঘাত করে যারা,
ওরা কারা?

এই আছে এই নাই,
নিত্য নিত্য রং পাল্টায়,
কখনো থাকে মুখ ঢেকে,
স্বার্থ খোঁজে বিপক্ষ থেকে,
দুর্নাম করে যারা,
ওরা কারা?

একটু খানি দাঁড়ান,
বসে দু'টো পান খান,
সময় নিয়ে বলে যান,
তাদের সব গুণগান,
মিথ্যাতে মত্ত যারা,
ওরা কারা?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।