কবিতা
- নাজমুল রহমান সূর্য - নিরা ১৪-০৫-২০২৪

কি অপরূপ, কতটা জঘন্ন্য কবি! কবিতার পারায় হাটি; কবিতার জমিনে বসত করি, অথচ তার সাথেই আড়ি। পাশে বসা খেয়াল নেই, চেয়ে আছে দেখে কে? সব যেন গল্পের মতন। ছায়াতলে আশ্রয় যেন নিবেই কবিতার আত্যপ্রকাশ মনে মনে। কবি যতই শক্ত পাথর, কবিতা ততটাই কোমল। কবি পথ হাটে, কবিতা ছায়া হয়ে সাথে সাথে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।