ঠিকানা
- ইয়াসিন হাওলাদার ১৪-০৫-২০২৪

তোমাকে হারাতে দিলে আমি ঠিকানাহীনতায় ভুগবো, তোমাকে হারাতে দিলে সুখ-দুঃখ জমা রাখার গোপন সিন্দুকের চাবি হারাবো, কন্ঠে গানের মধুরতা,হাতের কলমের কালি কবিতা লেখা খাতা,অনুভূতি মাখা শব্দ জীবনের উচ্ছ্বাস,বেঁচে থাকার আনন্দ সবই হারাবো। আমাকে তুমি হারালে ভুলে যাবে তোমার স্বপ্ন,তোমার অস্তিত্ব জীবন আর মৃত্যুর মাঝে বেঁচে থাকার পার্থক্য, আমাকে তুমি হারালে কিংবা তোমাকে আমি হারালে এ যুগেও এত মানুষের ভিড়েও ঠিকানাহীনতায় ভুগবো। ইয়াসিনহাওলাদার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।